ফ্লোরিডার ফোর্ট লাউডারডেলে গুলি চালানো এবং ৫ জনের মৃত্যুর পর ফ্লোরিডার গভর্নর রিক স্কট মৃতদের জন্য সবার কাছে দোআ প্রার্থনা করেছেন I মি. স্কট বলেন তাদের মৃত্যুতে আমরা শোকাহত এবং শোক সন্তপ্ত সকল পরিবারের কাছে আমরা সমবেদনা জানাচ্ছি I
গুলিতে আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে I এস্তেবান সান্টিয়াগো নামের এক ব্যক্তি বিমান থেকে নেমে এবং লাগেজ চেকিং সেরে এই হত্যাকান্ড চালায় I গোয়েন্দা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন I