অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে সংঘর্ষে ২৭ জন নিহত


মিশরের কর্মকর্তারা বলেন, শনিবার পোর্ট সাইদের এক কারাগারের বাইরে এক কলহে ২৭ ব্যক্তি প্রাণ হারায়। মিশরের ইতিহাসে সবচেয়ে বড় রক্তক্ষয়ী ফুটবল দাঙ্গার বিচারে আদালত মৃত্যুদন্ড দেওয়ার পর সাজাপ্রাপ্ত লোকদের আত্মীয়স্বজন এবং কারাগার প্রহরারত পুলিশের মধ্যে সঙ্ঘাতের সুত্রপাত হয়। সেই সংঘর্ষে বেশ কিছু লোক আহত হয়।

এর আগে কায়রোর একটি আদালত গত বছরে পোর্ট সাইদের ফুটবল খেলায় সহিংস ততপরতায় লিপ্ত হবার অভি্যোগে ২১ ব্যক্তিকে প্রাণদন্ড দেয়। সেই ফুটবল দাঙ্গায় ৭৪ জন মারা যায়। বিচারের রায় ঘোষিত হবার পর আদালতে উপস্থিত দাঙ্গায় নিহত ব্যক্তিদের আত্মীয়রা কান্নায় ভেঙ্গে পড়ে। আল্লাহু আকবার ধ্বনিতে তারা স্থানটি মুখরিত ক’রে তোলে।

বিচারক একে একে ২১ জন অপরাধীর নাম ঘোষণা করেন।অভিযুক্ত বাকী ৫২ জনের বিচারের রায় নয়ই মার্চ ঘোষনা করা হবে।

মিশরের বিচার ব্যবস্থার ধারা অনুযায়ী মৃত্যুদন্ডের রায় সেদেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতির কাছে তাঁর অনুমোদনের জন্য পাঠানো হবে।
XS
SM
MD
LG