অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও ইউরোপের সমর্থনপুষ্ট ইসরাইলের মারণাত্মক রূপ 


বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থেকেছে অবিচলI তবে ২০১৪ সালের পর, সর্বশেষ ইসরাইলি-ফিলিস্তিনি লড়াই এখন বহু ডেমোক্র্যাটিক দলীয় আইনপ্রণেতাদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে এবং তারা ইসরাইলি বিমান হামলায় অন্ততঃ ৮৩ জনের মৃত্যুর পর প্রতিবাদ জানাতে শুরু করেছেনI তবে রিপাবলিকান দল, ইসরাইলের প্রতি সমন্বিত সমর্থন ব্যক্ত করেI

উইসকনসিনের কংগ্রেসম্যান, মার্ক পাকান টুইটার মারফত জানান, "আমরা শুধুমাত্র হামাসদের রকেট হামলার নিন্দা জানাতে পারিনাI পক্ষান্তরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি পুলিশের হামলা, প্রতিবাদকারীদের ওপর হামলা এবং ফিলিস্তিনি শিশু হত্যার বিষয়টি অবজ্ঞা করতে পারিনা"I

ডেমোক্র্যাটিক দলীয় সদস্যা. আলেক্সান্দ্রা ওক্যাসিও কর্টেজ, রাশিদ তালেব এবং ইলহাম ওমর দুটি পক্ষকে সংঘাতের জন্য দোষারোপ না করে, ইসরাইলি আগ্রাসনের ওপর মনোযোগ নিবদ্ধ করেনI

আলেকজান্দ্রা ওক্যাসিও কর্টেজ বলেন, "আমরা পূর্ব জেরুসালেমের শেইখ জাররা'র জনগণ এবং পবিত্র রমজান মাসে ঘরবাড়ি থেকে উচ্ছেদ হওয়া জনগণের প্রতি আমাদের সংহতি প্রকাশ করছি"I

XS
SM
MD
LG