অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনে সাবেক প্রেসিডেন্টের অনুগত বাহিনী আদেন বিমানবন্দরের দখল নিয়েছে


ইয়েমেন সরকারের কর্তাব্যক্তিরা বলছেন- প্রেসিডেন্ট আবদ্-রাব্বু মানসুর হাদি দক্ষিনাঞ্চলবর্তী আদেন শহরের প্রাসাদ ছেড়ে পালিয়েছেন- এবং কোথায় গিয়েছেন তার কোনো হাদিশ মিলছেনা। ইতিমধ্যে, শিয়া পন্থী হৌথি বিদ্রোহিরা জোর কদমে এগিয়ে চলেছে শহরটি কব্জা করার লক্ষ্যে।

কর্মকর্তারা বলছেন-আদেনের ঐ প্রাসাদ প্রাঙ্গন নিশানা করে হামলা চলেছে অজ্ঞাত পরিচয় জঙ্গী উড়োজাহাজ থেকে- একই সঙ্গে নিচে থেকে উড়োজাহাজ নিশানা করে কামান দাগা হচ্ছে প্রতুত্তরে।

মি: হাদির এক সহকারী, বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন- প্রেসিডেন্ট, শহরেই আছেন- রয়েছেন নিরাপদেই।

ইতিমধ্যে, বিমান পরিবহন বিভাগীয় কর্মকর্তারা বলছেন- আদেনের আন্তর্জাতিক বিমান বন্দরের কাজকর্ম, শহরের নিরাপত্তা পরিস্থিতির কথা চিন্তা করে বন্ধ রাখা হয়েছে।

প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যাওয়ার অল্প কিছু আগে বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিনাঞ্চলের গুরুত্বপুর্ণ একটি বিমান ঘাঁটি দখল করে নেয় মি:হাদির অনুগত বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত হবার পর। সামরিক কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে একথা জানা গিয়েছে।

XS
SM
MD
LG