চতুর্থ দফায় আরো এক হাজার ৪৬৬জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হলো নোয়াখালীর ভাসানচরে। সকালে পতেঙ্গা বোট ক্লাব থেকে নৌবাহিনীর চারটি জাহাজে রোহিঙ্গাদের নতুন আবাসস্থল নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হয়। দুপুরেই তারা ভাষানচরে পৌছান। এর আগে শুক্রবার ভাসানচরে নিয়ে যাওয়া হয় এক হাজার ৭৭৮জন রোহিঙ্গাকে। সব মিলিয়ে চার দফায় নোয়াখালীর ভাসানচর দ্বীপে স্থানান্তর হলো ৬হাজার ৬৯০জন রোহিঙ্গা । এর আগে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে এসব রোহিঙ্গাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়। তাদের রাখা হয় বিএফ শাহীন কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে। সেখান থেকে শনিবার নৌবাহিনীর তত্বাবধানে তাদের নিয়ে যাওয়া হয় বঙ্গোপসাগরে নতুন গড়ে উঠা দ্বীপ নোয়াখালীর ভাসানচরে।
মিয়ানমারে জাতিগত নিপীড়ন,হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখ রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া, টেকনাফে ৩৪টি ক্যাম্পে আশ্রয় নেয় এসব রোহিঙ্গারা। এর মধ্যে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। এর অংশ হিসাবে চার দফায় প্রায় সাত হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হলো ভাসানচরে।#