অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিস আক্রমণের শীর্ষ সন্দেহভাজন এখন ফ্রান্সে


প্যারিস আক্রমণের প্রায় ছ'মাস পর, শীর্ষ একজন সন্দেহভাজন সালাহ আব্দেস সালাম ফরাসি রাজধানীর একটি আদালত ভবনে এসেছে। এর কয়েক ঘন্টা আগেই তাকে বিচারের জন্য বেলজিয়াম থেকে ফ্রান্সে পাঠানো হয়।

২৬ বছর বয়সী এই ফরাসি লোক যে ব্রাসেলসে বাস করতো, প্যারিসে ১৩ নভেম্বরের বোমা ও গুলির ঘটনার পর থেকে পলাতক ছিল। তাকে ২২শে মার্চের ব্রাসেলস বোমা আক্রমণের মাত্র দিন কয়েক পর গত মাসে আটক করা হয়। ঐ হামলার সঙ্গে প্যারিস হামলার সম্পর্ক ছিল বলে মনে হয়। ইসলামিক স্টেট দুটো আক্রমণেরই দায় স্বীকার করেছে।

আব্দেস সালাম বুধবার প্যারিসে তদন্তকারী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হবে। আব্দেস সালামের ফরাসি আইনজীবি ফ্র্যাঙ্ক বার্টন বলেন যে, তার মক্কেল চুপ করে থাকবে না। বার্টন বলেন যে, সে ব্যাখ্যা দেবে এবং ফরাসি বিচারকের সঙ্গে সহযোগিতা করবে। তিনি তার মক্কেল ভেঙ্গে পড়েছে বলে জানান।

মনে করা হচ্ছে, প্যারিস আক্রমণে তিনি গাড়ি ভাড়া করে এবং আক্রমণকারীদের জন্যে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

XS
SM
MD
LG