অ্যাকসেসিবিলিটি লিংক

ফরাসি পুলিশ নিস হামলাকারীর স্ত্রীকে ছেড়ে দিয়েছে


People form a circle around flowers placed on the road in tribute to victims of the truck attack along the Promenade des Anglais on Bastille Day that killed scores and injured as many in Nice, France, July 17, 2016.
People form a circle around flowers placed on the road in tribute to victims of the truck attack along the Promenade des Anglais on Bastille Day that killed scores and injured as many in Nice, France, July 17, 2016.

ফ্রান্সের বিনোদন শহর নিসে, যে ট্রাক ড্রাইভার ব্যাস্টিল দিবসে প্রায় ৩০০ মানুষকে গাড়ি চাপা দেয়, ফরাসি পুলিশ রবিবার তার স্ত্রীকে ছেড়ে দেয়। ওই আক্রমণকারী একাই হামলা চালিয়েছিল কিনা তা নির্ধারণের জন্য পুলিশ ৬জনকে এখনও জিজ্ঞাসাবাদ করছে।

মোহাম্মদ লাওয়েজ বুলেলের তিন সন্তানের মা ও স্ত্রী যার সঙ্গে তার সম্পর্ক বিচ্ছিন্ন ছিল তাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। বুলেল ১৯ টনের refrigerator truck নিয়ে ঘন্টায় ৯০ কিলোমিটার বেগে, নিসের ভূমধ্যসাগর তীরবর্তী বিখ্যাত প্রমেনেদ দে আঙ্গেলের প্রায় দুই কিলোমিটার পথ এগিয়ে যায় ও লোকজনকে চাপা দেয়।

আটক ৬ জনের মধ্যে রবিবার এক পুরুষ ও এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কোন ইঙ্গিত দেয়নি তাদের কেন আটক রাখা হয়েছে।

ফ্রান্স যে তিন দিন জাতীয় শোক দিবস পালন করছে আজ তার দ্বিতীয় দিন। ওই হামলায় ১০ জন শিশু সহ ৮৪ জন নিহত হয আহত হয় ২০০ বেশি মানুষ। কর্তৃপক্ষ বলেছে ৮৫ জন এখনও হাসপাতালে। ১৮জনের অবস্থা গুরুতরো।

ইসলামিক স্টেট সন্ত্রাসী গ্রুপ বৃহস্পতিবারের এক বিবৃতিতে আক্রমণের দায় স্বীকার করেছে। তারা হামলাকারীকে তাদের এক সৈনিক বলে আখ্যায়িত করে।

এটা এখনও সুস্পষ্ট নয় যে তিউনিসিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও সন্ত্রাসী গ্রুপের মধ্যে কোন সরাসরি সংযোগ ছিল কিনা।

XS
SM
MD
LG