ফ্রান্সের উত্তরাঞ্চলের বন্দর শহর ক্যালেতে শরণার্থী শিবির যেটি জঙ্গল নামে পরিচিত, পুরুষ ও মহিলারা, সুটকেস আর জিনিষপত্র নিয়ে সেই শিবির ছেড়ে চলে যাচ্ছে। শীঘ্রই ওই শরণার্থী শিবির ভেঙ্গে দেওয়া হচ্ছে।
সম্ভাব্য ৮ হাজার শরণার্থী যারা বিবর্ণ নোংরা পরিবেশে সেখানে বসবাস করতেন তাদের সেখান থেকে সরিয়ে নিতে সপ্তাহ খানেক সময় লাগবে।
অভিবাসন প্রত্যাসীদের ফ্রান্সের সর্বত্র শরণার্থী কেন্দ্রে যাওয়ার এবং সে দেশে আশ্রয় চাওয়ার একটা সুযোগ দেওয়া হবে।
উদ্বেগ দেখা দিয়েছে যে বহু শরণার্থী হয়ত ওই স্থান ত্যাগ করতে চাইবে না কারণ তারা ইংলিশ চ্যানেল পার হয়ে ব্রিটেনে যেতে চায়।