অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় ৪২ জন প্রাণ হারালেন


ফ্রান্সের বোর্ডো শহরে এক সড়ক দুর্ঘটনায় ৪২ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের প্রায় সকলেই ছোট একটি গ্রামবাসী যারা মূলত কর্মক্ষেত্র থেকে অবসর গ্রহণ করেছেন।

একটি ট্রাক ও বাসের মধ্যে প্রচণ্ড ধাক্কায় দুটি যানই বিধ্বস্ত হয়। ফ্রান্সে গত ৩ দশকে এই ধরণের মারাত্মক সড়ক দুর্ঘটনা আর ঘটেনি বলেই বিশ্বাস।

কর্মকর্তারা জানিয়েছেন যে পিসুগিয়া গ্রামের কাছে রাস্তার বাঁকে একটি ট্রাক যাত্রী ভর্তি বাসে এসে সজোরে ধাক্কা মারলে দুটো যানেই আগুন ধরে যায়। আগুন ধরা বাস থেকে ৮ জন বেড়িয়ে আসতে সক্ষম হয় । তবে এদের মধ্যে ৪জনের অবস্থা অত্যন্ত গুরুতর । পিসুগিয়া

শহরের মেয়র বলেন মারাত্মক মুখোমুখি সংঘর্ষের পরেও বাস চালক বাসের দরজা খুলতে সক্ষম হয়েছিলেন বলেই তারা প্রাণে রক্ষা পেয়েছেন। পিটি পালি গ্রামের অবসর প্রাপ্তদের একটি ক্লাবের সদস্যরা সারাদিনের সফরে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। ঐ গ্রামের প্রায় সাড়ে ছ’শ মানুষ বাস করেন।

গ্রীস সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্ড ঐ ঘটনার সম্পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন।

XS
SM
MD
LG