ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ফ্রাসোয়া ফিয়ন, প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন। ফিয়ন হচ্ছেন রক্ষণশীল দক্ষিণপন্থী রিপাবলিকান পার্টির মনোনিত প্রার্থী।
রবিবার ফিয়ন দলের প্রথম প্রাথমিক নির্বাচনে জয়ী হন। তিনি বিপুল ভোটের পার্থক্যে দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী অ্যালা জুপেকে পরাজিত করেন।
জুপে তাঁর পরাজয় মেনে নেন। তিনি ফিয়নকে ব্যাপক ব্যবধানে জয়লাভের জন্য অভিনন্দন জানান। তিনি ঐক্যের ও স্থিতিশীলতার আহ্বান জানান। এর আগে নির্বচনী প্রচার অভিযানের সময় জুপে, ফিয়নের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে ফিয়ন অভিবাসন বিরোধী, ইসলাম বিরোধী অতি দক্ষিণপন্থী মনোভাব সম্পন্ন ভোটারদের উৎসাহ দিয়েছেন।