এক টিনেজ গার্লের জঙ্গি কানেকশন নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে ফ্রান্সে। ১৬ বছর বয়সী এই কিশোরীর বিরুদ্ধে আইএসের প্রতি সমর্থন এবং হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। মেয়েটিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্যারিসের সরকারি কৌশলীদের কার্যালয় থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ব্যবহার করে সে সহিংস হামলা চালাতে আইএসের আহবান প্রচার করেছিল। বৃহস্পতিবার দক্ষিণ প্যারিস শহরতলীর ম্যালুন এলাকা থেকে পুলিশি অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ মেয়েটির নাম প্রকাশ করেনি।
সোমবার প্যারিসের একজন বিচারক এই কিশোরীর বিরুদ্ধে দুটি অভিযোগ আনেন। ক্রিমিনালটেররিস্ট এসোসিয়েশনে যোগ দেয়া, এবং অনলাইন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সন্ত্রাসী হামলা উস্কে দেয়া। তদন্তকারীরা বলছেন, মেয়েটি মারাত্মকভাবে উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়েছে। টেলিগ্রাম নামক অ্যাপে আইএস প্রপাগান্ডা চালানো হয় এমন একটি চ্যাট গ্রুপের এডমিনিস্ট্রেটর ছিল সে। সরকারি সহকারি কৌশলী লর ভেরমিস বলেন, এই গ্রুপটি ব্যবহার করে জিহাদীরা এর আগেও যোগাযোগ করেছিল।
গত মার্চ মাসে আরও দুই কিশোরীর বিরুদ্ধে একই রকমের অভিযোগ আনা হয়েছিল।
এ সম্পর্কে লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।