অ্যাকসেসিবিলিটি লিংক

হারিরি বলেছেন তিনি বুধবার বৈরুতে ফিরে যাবেন


Saad al-Hariri, who announced his resignation as Lebanon's Prime Minister while on a visit to Saudi Arabia, talks to journalists after a meeting with the French President at the Elysee Palace in Paris, France, Nov. 18, 2017.
Saad al-Hariri, who announced his resignation as Lebanon's Prime Minister while on a visit to Saudi Arabia, talks to journalists after a meeting with the French President at the Elysee Palace in Paris, France, Nov. 18, 2017.

সাদ আল হারিরি যিনি এ মাসের গোড়ার দিকে লেবাননের প্রধান মন্ত্রী হিসেবে পদত্যাগ করেন, তিনি বলেছেন তিনি বুধবার বৈরুতে ফিরে যাবেন এবং তিনি সৌদী আরবে বসে যে আকস্মিক ভাবে পদত্যাগের কথা ঘোষণা করেন, তিনি তার ব্যাখ্যা দেবেন।

শনিবার হারিরি প্যারিসে, এলিসি প্রেসিডেন্ট প্রাসাদে, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে কথা বলেন। লেবাননের নাটকীয় রাজনীতিতে হারিরির ভূমিকা নিয়ে সমস্যা নিরসনে ম্যাক্রন, হারিরিকে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন।

হারিরি বলেছেন তিনি বুধবার তার দেশের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।

৪ঠা নভেম্বর হারিরি, সৌদী টেলিভিশনে তার পদত্যাগের কথা ঘোষণা করেন। ওই ঘোষণার ফলে অস্থিতিশীলতা ও সংশয় সৃষ্টি হয়। তিনি তার পদক্ষেপের জন্য ইরান ও হেজবোল্লাকে দোষারোপ করেন। তিনি বলেন যে তিনি তার প্রাণ হারানোর ভয়ে আছেন।

XS
SM
MD
LG