অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্স-রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক


ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর প্রথম মুখোমুখি বৈঠকে, ক্রেমলিন সমর্থিত আর টি এবং Sputnik মাল্টি মিডিয়া "প্রচারনা" বিষয়ে কথা বলেছেন।

ম্যাক্রোঁ এই বছরে প্রেসিডেন্ট নির্বাচনে তার বিরুদ্ধে "প্রভাব ও প্রচারনা" নিয়ে কথা বলেন। ঐ নির্বাচনে ভ্লাদিমির পুতিন, ম্যাক্রোঁর প্রতিদ্বন্দ্বী উদ্র ডানপন্থী মেরিন লে পেনকে সমর্থন করে ছিলেন। ম্যাক্রোঁর প্রচারনায় সাইবার হামলাগুলোর সঙ্গে রাশিয়া যুক্ত বলে অভিযোগ রয়েছে।
Versailles প্রাসাদে সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুতিন এই অভিযোগ অস্বীকার করে বলেন, ক্রেমলিন ফ্রান্স নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেনি। যদিও তিনি লে পেনের সঙ্গে মার্চের বৈঠকের পক্ষে যুক্তি তুলে ধরেন।
ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, চেচনিয়াতে এলজিবিটি অধিকার নিয়েও তাঁরা দু’জনে আলোচনা করেছেন।
XS
SM
MD
LG