শুক্রবার রাতে যে সন্ত্রাসীরা প্যারিসে আক্রমণ চালায় তাদের একজনের একজনের ঘনিষ্ট ৬ ব্যক্তিকে, ফরাসী পুলিশ আটক করেছে। রবিবার পুলিশ বলেছে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে আছে ওমার ইসমাইল মোস্তফাই এর বাবা, ভাই ও ভাবী।
৭জন আক্রমণকারী যারা একই সময় হামলা চালানোর সময় নিহত হয় তাদের মধ্যে একজন ছিল মোস্তফাই ।
ফরাসী অভিসংসক ফ্রাঁসোয়া মলিন্স বলেছেন মোস্তফাই পুলিশের কাছে ছিচকে চোর বলে পরিচিত। কিন্তু তাকে এর আগে কখনও কোন তদন্তে বা সন্ত্রাসী সংশ্লিষ্টতার জন্য খোঁজ করা হয়নি।
ফরাসী কর্তৃপক্ষ বলেছে একজন আক্রমণকারীর দেহের কাছে এককটি সিরিয়ান পাসপোর্ট পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে যে ওই ব্যক্তি সিরিয়ার গৃহযুদ্ধ থেকে যে শরনার্থীরা পালিয়ে আসছে তাদের সঙ্গে ইউরোপে প্রবেশ করেছে।