অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে এক নাগাড়ে দ্বিতীয় দিনের মতো দেশব্যাপী ধর্মঘট


ফ্রান্সে অবসর ভাতা সংস্কারের পরিকল্পনা নিয়ে দেশব্যাপী ধর্মঘট আজ শুক্রবার দ্বিতীয় দিনের মতো গোটা দেশকে অচল করে দিয়েছে।এ নিয়ে উদ্বেগ যে অবসর ভাতা ঢেলে সাজালে লক্ষ লক্ষ লোক দীর্ঘ সময় ধরে কাজ করতে বাধ্য হবে কিংবা কোন লাভজনক ভাতা পাবে না সে সব কারণেই ধর্মঘট শুরু হয় এবং দেশের বেশির ভাগ এলাকাই স্থবির হয়ে পড়েছে।

গতকাল ফ্রান্সে হাজার হাজার লোক তাদের কর্মক্ষেত্র থেকে বেরিয়ে আসে এবং ইউনিয়নগুলো প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর অবসরভাতা সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে গোটা দেশে ধর্মঘট ডাকে।এই ধর্মঘটের কারণে পরিবহন ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় আর হাসপাতালে নাম মাত্র লোক কাজ করে।

প্যারিস এবং দেশের প্রায় ২৪ টির মতো শহরে এই ধর্মঘট ছিল শান্তিপূর্ণ। তবে প্যারিসের পূর্বাঞ্চলে প্যালেস দ্য রিপাবলিকের কাছে সহিংসতা দেখা দেয় যখন কোন কোন বিক্ষোভকারি একটি নির্মাণের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তখন কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

XS
SM
MD
LG