অ্যাকসেসিবিলিটি লিংক

ছুরি হামলায় সন্দেহভাজনকে চিহ্নিত করেছে ফরাসি কর্তৃপক্ষ


ফরাসি কর্তৃপক্ষ দক্ষিণের নিস শহরের ছুরি হামলায় সন্দেহভাজনকে চিহ্নিত করেছে। সন্দেহভাজন ব্যক্তি ২১ বছর বয়সী ব্রাহিম আউইসাউয়ি টিউনিশিয়ার বাসিন্দা। বিবিসি এবং রয়টার্সের তথ্য অনুসারে, আউইসাউয়ি সেপ্টেম্বরে নৌকায় করে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে যান। করোনাভাইরাসের মাঝে কোয়ারান্টিন থেকে মুক্তি পাওয়ার পর তাকে ইতালি ছেড়ে চলে যেতে বলা হয়। জানা গেছে, এই মাসের শুরুতে তিনি ফ্রান্সে যান। রয়টার্স বলেছে, আউইসাউয়ি টিউনিশিয়ার সন্দেহভাজন জঙ্গিদের তালিকায় ছিলেন না এবং ফরাসি গোয়েন্দা সংস্থার কাছে পরিচিত ছিলেন না। কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার সকালে নিসের নটর ডেম ব্যাসিলিকায় এই হামলার ঘটনা ঘটেছে। কর্মকর্তারা বলছেন, গির্জার ভেতরে দুইজন লোক মারা গেছে, যার মধ্যে অন্তত একজনের শিরচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে। তৃতীয় একজন ব্যক্তি, যিনি গুরুতরভাবে আহত হন, তিনি গির্জা থেকে পালিয়ে যেতে সক্ষম হন কিন্তু কিছুক্ষণ পরেই মারা যান।

XS
SM
MD
LG