অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রেক্সিটের ভবিষ্যৎ নির্ধারণকারী নির্বাচন আজ ব্রিটেনে


ব্রিটেনে ভোটদাতারা আজ আগাম সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন। এই নির্বাচনের ফলাফলে, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার ব্যাপারে দীর্ঘ প্রতীক্ষিত বিষয়টির নিস্পত্তি হতে পারে। ব্রেক্সিট সম্পর্কে সিদ্ধান্ত ২০১৬ সালে গণভোটে নেয়া হয়েছিল।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর নির্বাচনী প্রচারাভিযানে একটি শ্লোগানের উপর গুরুত্ব আরোপ করেন , Get Brexit Done." অর্থাৎ ব্রেক্সিট বাস্তবায়িত করুন । তিনি বলছেন যে তাঁর রক্ষনশীল দলের জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা হলে তিনি ৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট বাস্তবায়িত হবে।

তাঁর প্রতিদ্বন্দ্বি লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন যে তিনি জয়লাভ করলে ব্রেক্সিটের ব্যাপারে নতুন করে গণভোট অনুষ্ঠিত হবে এই ব্যাপারটি নির্ধারণের লক্ষ্যে যে ব্রিটেন ২৮ সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নে থাকবে কী না।

আজকের এই নির্বাচনের আগে নেয়া জনমত যাচাইয়ে দেখা যাচ্ছে যে জনসনের রক্ষনশীল দল এই নির্বাচনে জয়লাভ করতে পারে , তবে নির্বাচনী অভিযানের শেষের দিকে দেখা গেছে যে দুটি প্রধান দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর হয়ে উঠছে।

XS
SM
MD
LG