অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা জার্মানীতে জি সেভেন শীর্ষ বৈঠকে যোগ দিয়েছেন


৭ টি শিল্পোন্নত দেশের নেতারা বর্তমানে জার্মানিতে শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন I দ্বিতীয় বারের মত রাশিয়াকে এই সম্মেলনের বাইরে রাখা হয়েছে I সম্মেলনের বিষয়বস্তু যদিও ব্যবসা বানিজ্য সংক্রান্ত, তবে এই দুদিনের সম্মেলনে ইসলামী স্টেট জঙ্গিদের হুমকি মোকাবেলা এবং ইউক্রেন পরিস্থিতি প্রাধান্য পাবে বলে অনুমান করা হচ্ছে I

প্রেসিডেন্ট ওবামা আমেরিকা বিরোধী প্রতিবাদের মুখে জার্মানি এসে পৌছান I প্রতিবাদকারীরা জার্মানির চান্সেলর আঙ্গেলা মার্কেলসহ অন্যান্যদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাবৃত্তির সমালোচনায় প্রতিবাদ জানাচ্ছেন I সম্মেলন কক্ষের কাছেই যুক্তরাষ্ট্র সামরিক স্থাপনার বাইরে তারা বিক্ষোভ প্রদর্শন করেন I

XS
SM
MD
LG