অ্যাকসেসিবিলিটি লিংক

বিলম্বিত হচ্ছে G-7 দেশের বৈঠক


প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার ঘোষণা করেন যে, শরৎকাল নাগাদ তিনি G-7 বৈঠক বিলম্বিত করতে চান I তাঁর ধারণা এই গ্রূপটির আঙ্গিক বদলানো প্রয়োজন, কারণ বর্তমান সদস্যরা পৃথিবীর কোথায় কি ঘটছে, তাঁর যথার্থ প্রতিনিধিত্ব করতে পারছেন না I সদস্যভুক্ত দেশগুলি হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র I প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকেও এই গ্রূপে সামিল করা প্রয়োজন I

G-7 দেশের নেতাদের এবছর যুক্তরাষ্ট্রে মিলিত হওয়ার কথা, তবে করোনা ভাইরাসের কারণে তা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে I

XS
SM
MD
LG