অ্যাকসেসিবিলিটি লিংক

জি সেভেন শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা বলেছেন ইউক্রেনে রাশিয়ার তৎপরতা রুশ জনগণ ও মস্কোর ক্ষতি করেছে


(L-R) Canadian Prime Minister Stephen Harper, U.S. President Barack Obama, German Chancellor Angela Merkel, French President Francois Hollande and British Prime Minister David Cameron take part in a family photo at the Group of Seven (G7) Summit in Kruen,
(L-R) Canadian Prime Minister Stephen Harper, U.S. President Barack Obama, German Chancellor Angela Merkel, French President Francois Hollande and British Prime Minister David Cameron take part in a family photo at the Group of Seven (G7) Summit in Kruen,

জি সেভেন শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা বলেছেন ইউক্রেনে রাশিয়ার তৎপরতা রুশ জনগণ ও মস্কোর ক্ষতি করছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন ইউক্রেনে রাশিয়ার তৎপরতা, রুশ জনগণ ও মস্কোর ক্ষতি করছে। তিনি বলেন জি সেভেন শীর্ষ সম্মেলনে নেতৃবর্গ এ বিষয়ে একমত হয়েছেন যে Minsk অস্ত্র বিরতি যতক্ষণ লঙ্ঘিত হবে ততক্ষণ রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

শীর্ষ সম্মেলন শেষে এক সাংবাদিক সম্মেলনে ওবামা বলেন “জি সেভেন এটা সুস্পষ্ট করে দিয়েছে যে রাশিয়ার বিরুদ্ধে আরও উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপের জন্য আমরা প্রস্তুত।”

ওবামা আরও বলেন নেতারা ইতিমধ্যে ইরানের পারমানবিক কার্যক্রম বিষয়ে আলোচনা করেছেন এবং আলোচনার চুড়ান্ত পর্যায়ে যাওয়ার আগে তারা ঐক্যবদ্ধ রয়েছেন।

XS
SM
MD
LG