অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার জাতীয় পরিষদের যোদ্ধারা দুটি অবস্থানে প্রতিরোধের সম্মুখীন


লিবিয়ার জাতীয় পরিষদের যোদ্ধারা দুটি অবস্থানে প্রতিরোধের সম্মুখীন
লিবিয়ার জাতীয় পরিষদের যোদ্ধারা দুটি অবস্থানে প্রতিরোধের সম্মুখীন

লিবিয়ার জাতীয় পরিষদের যোদ্ধারা মোয়ামার গাদ্দাফির দুটি শক্তিশালী অবস্থানে দারুণ প্রতিরোধের সম্মুখীন হয়েছে । এন টি সি পরে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রীসভা গঠনের কথা ঘোষণা করবে বলে কথা ছিল । কিন্তু ফরাসী বার্তা সংস্থা জানিয়েছে, শেষ মূহুর্তে আলোচনা বিলম্বিত হওয়ায় তা ঘোষণা করতে দেরী হয়ে যায় ।

গাদ্দাফি সমর্থক মরু শহর বানি ওয়ালিদে এন টি সি যোদ্ধারা প্রচণ্ড মর্টার ও চোরাগোপ্তা গোলাগুলীর সম্মুখীন হয় । এন টি সি যোদ্ধারা ওই শহরে উত্তর দিক থেকে প্রবেশ করার সময় প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হলেও তারা একইভাবে মেশিনগানের গোলাবর্ষণ করে পাল্টা জবাব দেয় ।

গাদ্দাফি অনুসারীরা – শহর অভিমুখী এন টি সি যোদ্ধাদের মাথার ওপর দিয়ে রকেট নিক্ষেপ করে । গাদ্দাফির নিজ শহর সিরতে লড়াই-এ অন্ততঃ ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে ।

XS
SM
MD
LG