অ্যাকসেসিবিলিটি লিংক

গ্যাম্বিয়ার জামে ক্ষমতা ছেড়েছেন, দেশ ত্যাগ করেছেন


In this image taken from TV, Gambia's longtime leader Yahya Jammeh appears on state TV to give a brief statement agreeing to step down from office, in Banjul, Gambia, in the early hours of Jan. 21, 2017.
In this image taken from TV, Gambia's longtime leader Yahya Jammeh appears on state TV to give a brief statement agreeing to step down from office, in Banjul, Gambia, in the early hours of Jan. 21, 2017.

গ্যাম্বিয়ার পরাজিত নেতা ইয়াহিয়া জামে, শনিবার রাতে নির্বাসনে যান এবং ২২ বছরের কঠোর শাসনের ও রাজনৈতিক অচল অবস্থার অবসান ঘটে। রাজনৈতিক অচল অবস্থার কারণে পশ্চিম আফ্রিকার ওই দেশটিতে আঞ্চলিক সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা ছিল।

জামে কোন বিবৃতি দেননি যখন তিনি তার পরিবার সহ বানজুলের বিমানবন্দর ত্যাগ করেন। কয়েক ঘন্টা পর তিনি বিমানটিতে করে ইকোয়েটোরিয়াল গিনি তে অবতরণ করেন। তাঁর সঙ্গে ছিলেন গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডে। সাম্প্রতিক দিনগুলোতে কন্ডে, জামের দেশ ত্যাগ করার বিষয়ে পরিকল্পনায় মধ্যস্থতা করেন।

জামে ১৯৯৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হাতে নেন। নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান।

XS
SM
MD
LG