অ্যাকসেসিবিলিটি লিংক

পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি আট হাজার টাকা


garment worker
garment worker

বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি আট হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক এক সংবাদ সম্মেলনে পোশাক শ্রমিকদের জন্য এই নতুন মজুরি কাঠামোর ঘোষণা দেন। পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের পর শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা দাবি করে আসছিলেন। অন্যদিকে পোশাক শিল্প মালিকরা ন্যূনতম মজুরি ৬ হাজার ৩৬০ টাকা করার প্রস্তাব দিয়েছিলেন। ২০১৩ সালে পোশাক শ্রমিকদের মাসিক ন্যুনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছেন এবারের নির্ধারিত মাসিক ন্যুনতম মজুরি আগের তুলনায় ৫১ শতাংশ বেশি। তিনি বলেন নতুন ন্যুনতম মজুরি আগামী ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে ।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG