অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বযোগ ব্যায়াম দিবস নিয়ে সাম্প্রদায়িক বিতর্ক


আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা ভারতীয় সেনাবাহিনির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, জামিরুদ্দীন শাহ বলেছেন, তিনি গত চার দশক ধরে যোগ ব্যায়াম করে আসছেন এবং তাতে তিনি বিশেষ উপকৃত। যোগাসনকে কেবল একটি বিশিষ্ট ব্যায়াম পদ্ধতি মনে করলেই কোনও বিতর্কের অবকাশ থাকে না। কিন্তু এর সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ জুড়ে দিলেই ধর্মীয় বিবাদ শুরু হয়ে যায় বলে মনে করেন তিনি।

সরকার যদি সারা পৃথিবী জুড়ে যোগাসনকে জনপ্রিয় করে তুলতে চায়, তাহলে ধর্মীয় অনুষঙ্গ এড়িয়ে চলতে হবে। দেশে গোঁড়া হিন্দু ও মুসলমানেরা যোগাসনের সঙ্গে ধর্ম মিশিয়ে ফেলেই অকারণ বিতর্ক টেনে আনছে বলে মনে করেন শাহ।

অন্য দিকে, বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু শাখার প্রধান শাকিল আনসারি মনে করেন, যোগ ব্যায়ামের মধ্যে শ্লোক উচ্চারণ ও সূর্য নমস্কারের নিয়ম ইসলামের বিরোধী। এ ছাড়া, নামাজই তো মুসলমানদের জন্য ভাল ব্যায়াম। কাজেই তিনি নিজে যেমন বিশ্ব যোগ দিবসে অংশ নেবেন না, স্বধর্মীদেরও বারণ করবেন।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG