অ্যাকসেসিবিলিটি লিংক

তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয় বাংলাদেশ: গওহর রিজভী


প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন তিস্তা চুক্তি নিয়ে একটি খসড়া তৈরি করা হয়েছে এবং এ বিষয়ে নতুন করে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয় বাংলাদেশ। শনিবার ঢাকায় দুইদিন ব্যপি বাংলাদেশ-ভারত মৈত্রী সংলাপের শেষ দিনে প্রশ্নোত্তর পর্বে গওহর রিজভী এ কথা বলেন। তিস্তা চুক্তি সইয়ের বল এখন ভারতের কোর্টে বলে উল্লেখ করে তিনি বলেন ওই খসড়ার ভিত্তিতেই দ্রুত চুক্তি সই হবে বলে বাংলাদেশ আশা করছে।

সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফ্রেন্ডস অব বাংলাদেশ এবং ইন্ডিয়া ফাউন্ডেশন। সেমিনারে দুই দেশের রাজনীতিবিদ, কর্মকর্তা, সাংবাদিক, সুশিল সমাজ ও গবেষকেরা অংশ নিয়েছেন।

গওহর রিজভী তার মূল প্রবন্ধে বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপট তুলে ধরে সীমান্ত হত্যার ব্যাপারে তাঁর উদ্বেগের কথা জানিয়ে বলেন বর্তমান সরকারের আমলে সীমান্ত হত্যা কমেছে কিন্তু তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই কারণ, আমাদের কাছে একটি হত্যা মানে অনেক কিছু।

সরাসরি লিংক

XS
SM
MD
LG