ইসরাইল ও হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে।
হামাসের কর্মকর্তারা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গাজায় শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় এই যুদ্ধবিরতি শুরু হবে।
জেরুজালেমে প্রধানমন্ত্রীর সিকিউরিটি কেবিনেট বৃহস্পতিবার গভীর রাতে এক বৈঠক শেষে এই যুদ্ধবিরতি ঘোষণা করে।