অ্যাকসেসিবিলিটি লিংক

গাজা ভূখন্ড পুনরায় গড়ে তোলার জন্য কাতার ১০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে


APTOPIX Mideast US Kerry
APTOPIX Mideast US Kerry

যুদ্ধ বিদ্ধস্ত গাজা ভূখন্ড পুনরায় গড়ে তোলার জন্য কাতার ১০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ফিলিস্তিনী এলাকা পুনরগঠনের জন্য যে ৪ শো কোটি ডলারের প্রয়োজন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন এই পরিমান তার ১ চতুর্থাংশ। প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ কাতার রবিবার ওই প্রতিশ্রুতি দেয়। জুলাই ও আগস্ট মাসে ইসরায়েল ও হামাস চরমপন্থীদের মধ্যে ৫০ দিনের যুদ্ধে ওই এলাকার বিশাল এলাকা ধংস হয়ে যায়।

কায়রোতে গাজার জন্য ৩০টি দাতা দেশ যে সম্মেলন করে, সেখানে কাতার ওই প্রতিশ্রুতি দেয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ২১ কোটি ২০ লক্ষ ডলার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। এর আগে যুক্তরাষ্ট্র যে ১১ কোটি ৮০ লক্ষ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়, ২১ কোটি ২০ লক্ষ ডলার তার অতিরিক্ত। ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়ন ৫৬ কোটি ৮০ লক্ষ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সংযুক্ত আরব আমিরাত ২০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

XS
SM
MD
LG