অ্যাকসেসিবিলিটি লিংক

হামাস নেতা খালেদ মেশাল ৪৫ বছর পর ফিলিস্তিনে ফিরলেন



ফিলিস্তিনের ইসলাম অনুসারী জঙ্গি গ্রুপ হামাসের নেতা শুক্রবার গাযা ভূখন্ডে গিয়ে পৌঁছুলেন – ফিলিস্তিনী ভূখন্ড থেকে দীর্ঘ ৪৫ বছর বিচ্ছিন্ন অবস্থায় নির্বাসন জীপন যাপন শেষে ।
১৯ শ’ ৬৭ সালের ৬দিন স্থায়ি লড়াই শেষে সেই যে তিনি ইস্রাইল অধিকৃত পশ্চিম তটে ছেড়ে চলে গিয়েছিলেন , এই গত দীর্ঘ সময়ে এর আগে আর কখনোই খালেদ মেশাল ফিলিস্তিনী ভূখন্ডে ফেরেন নি । পৌঁছুনোর পর পরই ফিলিস্তিনের মাটিতে চুমু খেয়েছেন তিনি – বন্ধূবান্ধব-হামাস নেতৃবৃন্দকে উষ্ন আলিঙ্গনে আবদ্ধ করেছেন আগ্রহভরে ।
কর্মকর্তাদের সূত্রে বলা হচ্ছে শনিবার খালেদ মেশাল হামাস আন্দোলনের ২৫ তম বার্ষিকী উদযাপনে অংশ নেবেন ।
XS
SM
MD
LG