অ্যাকসেসিবিলিটি লিংক

গালফ কোঅপারেশন কাউন্সিল ইরানের অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণের পক্ষে


৬ সদস্যের গালফ কোঅপারেশন কাউন্সিল বা (GCC ) ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের জন্য জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়েছে I যুক্তরাষ্ট্র ঠিক এমনি, নিষেধাজ্ঞা সম্প্রসারণের জন্য চাপ দিয়ে যাচ্ছে I সদস্যভুক্ত দেশ, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব, রবিবার এক বিবৃতিতে জানায়,পার্শ্ববর্তী দেশগুলিতে ইরানের অব্যাহত হস্তক্ষেপের কারণে নিষেধাজ্ঞা সম্প্রসারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছেI

২০১৫ সালের 'ইরান পরমাণু চুক্তি' অনুযায়ী, অস্ত্র নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হচ্ছে ১৮ই অক্টোবরI এই প্রস্তাবটি পাশ হতে অন্তত ৯টি ভোটের প্রয়োজন পড়বেI বহু কূটনীতিকদের ধারণা, যুক্তরাষ্ট্র, এই ৯টি ভোট লাভে সমর্থ নাও হতে পারেI চীন ও রাশিয়া, ভেটো প্রয়োগ করবে বলে আগেই জানিয়েছেI

XS
SM
MD
LG