অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান পুলিশ ১৯০টি মসজিদ-এপার্টমেন্ট-অফিসে জঙ্গি বিরোধী অভিযান শুরু করেছে


জার্মান পুলিশ জঙ্গি গোষ্ঠি আইএস সমর্থক ও রিক্রুটারদের পাকড়াও করতে ১৯০টি মসজিদ, এপার্টমেন্ট ও অফিসে অভিযান শুরু করেছে।

সকাল সাড়ে ছয়টা থেকে দেশটির ১৬টি রাজ্যের ১০টিতেই একই সময়ে এ অভিযান চালানো হয়। এতে সশস্ত্র পুলিশ এবং সন্ত্রাস বিরোধী নিরাপত্তা ইউনিটের কয়েকশো সদস্য অংশ নেয়। অভিযানের মূল টার্গেট স্বঘোষিত ‘দ্য ট্রু রিলিজিয়ন’ নামের একটি গ্রুপ। এই গ্রুপটি প্রকাশ্যে আইএসের প্রতি সমর্থন দিয়ে আসছিল। জার্মান সরকার ইতোমধ্যেই এই গ্রুপটিকে নিষিদ্ধ করেছে। গ্রুপটি ইসলামের অতি রক্ষণশীল সালাফি মতবাদের অনুসারি। উল্লেখ্য যে, জার্মানি থেকে সিরিয়ায় আইএসে যোগ দেয়া ৮৭০ জার্মান নাগরিকের বেশিরভাগই সালাফি।
জার্মান কর্তৃপক্ষ বলছে, গ্রুপটি অসাংবিধানিক, আন্তর্জাতিক মূল্যবোধের বিরুদ্ধে তাদের অবস্থান। তাদের প্রপাগান্ডার যাবতীয় উপাদান এবং অর্থ সম্পদ জব্দ করা হচ্ছে। এই গ্রুপটির ১৪০ জন সদস্য আইএসের হয়ে যুদ্ধ করতে মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মাইজিয়েরে বলেছেন, এটি কোরআনের বিরুদ্ধে কোন অভিযান নয়। বরং যারা কোরআনের অপব্যাখ্যা করছে, মানুষ খুন করছে, শান্তি বিঘ্নিত করছে তাদের বিরুদ্ধেই এই অভিযান। লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী।

XS
SM
MD
LG