অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানিতে পথচারীদের ভিড়ে গাড়ি চালিয়ে দিয়ে দুজনকে হত্যা


Police officers patrol a half-marathon in front of the Berlin Cathedral, in Berlin, Germany, April 8, 2018.
Police officers patrol a half-marathon in front of the Berlin Cathedral, in Berlin, Germany, April 8, 2018.

শনিবার জার্মানির উত্তর পশ্চিমে মান্সটার শহরে পথচারীদের ভিড়ের মধ্যে এক গাড়ির চালক, গাড়িটি চালিয়ে দিলে দুজন নিহত হন, আহত হন বিপুল সংখ্যক মানুষ।

পুলিশ সূত্রে বলা হয়, গাড়ির চালক গাড়ির ভতরে আত্মহত্যা করে।

পুলিশের মুখপুাত্র আন্ড্রিয়াস বোডে বলেছেন প্রত্যখ্যদর্শীরা যে বলেছেন যে অন্য দুই ব্যক্তি হয়ত গাড়ি থেকে পালিয়ে গেছে, তদন্তকারীরা তা তদন্ত করে দেখছেন। তিনি আরও বলেন গাড়ির ভেতরে সন্দেহজনক একটি জিনিষ পাওয়াযায়, পুলিশ তা তদন্ত করে দেখছে।

কর্মকর্তারা বলেছেন আহতদের মধ্যে ৬জনের অবস্থা গুরুতরো।

XS
SM
MD
LG