জার্মান কর্মকর্তারা বলেছেন, বিদেশে অভিবাসন প্রত্যাশী, সিরিয়ার ২৭ বছর বয়স্ক এক যুবক ব্যাভারিয়ান এক শহরে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে ওই যুবক নিহত হয় এবং অন্তত ১২ জন আহত হয়। কর্মকর্তারা বলেছেন ওই লোক এর আগে দুবার আত্মহত্যা করতে চেষ্টা করে। এর আগে মানসিক রোগের জন্য তার চিকিৎসা হয়।
নুরেমবার্গের কাছে আন্সবখে এক সঙ্গীত উৎসবে তাকে ঢুকতে দেওয়া হয়নি এবং তার পরেই ওই ব্যক্তি বিস্ফোরণ ঘটায়। তিন ব্যক্তি গুরুতরো ভাবে আহত হয় বিস্ফোরণে।
বিস্ফোরণের পর উৎসব স্থল থেকে দুই হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
গত বছর, নিহত ওই সিরীয়ানকে জার্মান কর্তৃপক্ষ আশ্রয় দিতে অস্বীকার করেছিল কিন্তু সিরিয়ায় অব্যাহত লড়াইয়ের কারণে তাকে জার্মানীতে থাকতে দেওয়া হয়েছে।