অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানি বলছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে সব ভোট গণনা করা উচিত্


যুক্তরাষ্ট্রে অমীমাংসিত প্রেসিডেন্ট নির্বাচনে সকল ভোট গণনার আহ্বান জানিয়েছেন জার্মানির ভাইস চ্যান্সালার এবং বলেছেন নির্বাচনের ফলাফল যাই-ই হোক না কেন , আমেরিকা জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের গুরত্বপূর্ণ সহযোগী হয়ে থাকবে। বার্লিনে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময় জার্মান ভাইস চ্যান্সালার ও অর্থমন্ত্রী ওলাফ শোলজ বলেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি খুব জটিল এবং এটা নির্দিষ্ট করে বলা মুস্কিল যে কে নির্বাচনে জয়লাভ করবে তবে তিনি বলেন , “ আমাদের সকলেরই উচিত্ হবে এ বিষয়ে জোর দেয়া যে গণতান্ত্রিক এই নির্বাচন যেন সম্পুর্ণ ভাবে সম্পন্ন হয় আর তার মানে হচ্ছে সব ভোট গণনার পরই নির্বাচন সম্পন্ন হবে। শোলজ বলেন যে সকল নাগরিকের নিজের ভোটের মাধ্যমে ফলাফলে প্রভাব রাখার সুযোগ থাকা উচিত্। শোলজের এই মন্তব্যের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিজয় ঘোষণা করেন, ভোট গণনা বন্ধ করার আহ্বান জানান এবং নির্বাচনের বিষয়টি আদালতে নিয়ে যাবার হুমকি দেন।

XS
SM
MD
LG