অ্যাকসেসিবিলিটি লিংক

মহা সঙ্কটে পড়েছে রাজ্য বিজেপি


মহা সঙ্কটে পড়েছে রাজ্য বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের প্রচার কৌশলের ভিত্তি হবে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এ দিকে চলতি বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে কলকাতায় এসে কেন্দ্রীয় বিজেপি মন্ত্রিরা পঞ্চ মুখে প্রশংসা করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। এ বার তাহলে দলের রাজ্য নেতৃত্ব কেমন করে সমালোচনা চালিয়ে যেতে পারেন তৃণমূলের? কি ব্যাখ্যা তাঁরা দেবেন দলের নিচু তলার কর্মী কিংবা দলীয় সমর্থকদের কাছে? মুখে অবশ্য তাঁরা বলছেন, যুক্তরাস্ট্রীয় শিষ্টতার বাধ্যবাধকতার দায়েই মন্ত্রিদের মুখে মমতার প্রশস্তি। কিন্তু এ-ও তাঁরা বোঝেন, এ সব বলে সব সংশয় দূর করা যাবে না। সিপিএম তো এই সুযোগকে কাজে লাগিয়ে প্রচার শুরু করেছে - বোঝাই যাচ্ছে, মোদিভাই-দিদিভাইয়ের তো আসলে গলায়-গলায় ভাব। রাজ্যে বিজেপির সংগঠন এমনিতেই নড়বড়ে্, তার ওপর দলের কেন্দ্রীয় নেতৃত্বের মুখে এ ধরণের কথাবার্তায় রাজ্য নেতৃত্ব মহা সমস্যায়। কেন্দ্রীয় নেতৃত্বের আসল সমস্যা হল, সংসদে কয়েকটি বিল পাস করানোর জন্য তৃণমূল কংগ্রেসের সমর্থন খুব জরুরি। আগে তো বাঁচুক নরেন্দ্র মোদির সরকার, তারপর পশ্চিমবঙ্গে দলের স্বার্থ।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:07 0:00

XS
SM
MD
LG