অ্যাকসেসিবিলিটি লিংক

মোদির প্রশংসা করলেন ওবামা


দিল্লিতে এক আলোচনা সভায় যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বললেন, এ দেশের মুসলিমেরা গোটা দেশের মানুষের সঙ্গে মিলেমিশে থাকেন। ভারত এই মুসলিম জনগোষ্ঠীকে রক্ষা করুক, যত্ন করুক। ওবামা বলেন, তিনি লক্ষ্য করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশের অখণ্ডতার গুরুত্ব বোঝেন। সহিষ্ণুতার বার্তা ওবামা অতীতে ভারতে ছাড়াও আমেরিকা-ইওরোপেও দিয়েছেন। আধুনিক পৃথিবীতে বাড়ছে দেশ থেকে দেশে মানুষের চলাচল, বদলে যাচ্ছে জনগোষ্ঠীর চেহারা, বাড়ছে সাংস্কৃতিক সংঘাত। মোদি যে দেশের ঐক্যের ওপর জোর দেন, তার প্রশংসা করে ওবামা বললেন, অতীতে উপজাতিরা নিজেদের মধ্যেই আবদ্ধ থাকত। সেই মনোভাব আজও বহু নেতার মধ্যে মাথা চাড়া দেয়, অনেকে আবার তা অতিক্রম করেই কাজ করেন। সব মানুষই নিজের ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির চর্চা করুক, সেটাই বাঞ্ছনীয়।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG