অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের চাপে জঙ্গী দমনে পাকিস্তান সক্রিয় হলে ভারত খুশী


দীর্ঘ দিন ধরেই ভারতের অভিযোগ, পাকিস্তান প্রশ্রয় দিয়ে চলেছে জঙ্গীদের। ব্যবস্থা নিতে আমেরিকাও বার বার পাকিস্তানকে বলা সত্বেও লাভ হয় নি। ক্রুদ্ধ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে শেষ পর্যন্ত শুক্রবার মার্কিন ঘোষণায় জানা গেল, পাকিস্তানকে ১.১৫ বিলিয়ন ডলারের সামরিক সাহায্য বন্ধ করছে আমেরিকা। জঙ্গী দমনে উপযুক্ত ব্যবস্থা নিলে তবেই সাহায্য মিলবে।

ভারতের দিক থেকে আরও খুশির বিষয়, এ খবরটি দিল্লিতে বিদেশ সচিব জয়শঙ্করকে জানিয়ে দিলেন মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার। আন্তর্জাতিক সম্পর্ক বদলে যাচ্ছে। অতীতে পাকিস্তান মার্কিন সামরিক জোটেও সদস্য ছিল। ভারত তেমন কোনও জোটে না গিয়ে বরং জোট-নিরপেক্ষ অবস্থান নিয়েছিল।পরে রাশিয়ার সঙ্গে ভারতের সখ্যতা বাড়ে। এখন উল্টে যাচ্ছে সব। ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে আমেরিকার। বরং রাশিয়ার সঙ্গে পুরনো সম্পর্ক আর নেই। মার্কিন চাপে সত্যি যদি জঙ্গী দমনে সক্রিয় হয় পাকিস্তান, ভারতের পক্ষে তা আনন্দের কথা হবে।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG