জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস সোমবার বলেছে মানবিক সাহায্য নিয়ে তাদের কনভয় সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অবরুদ্ধ ঘুতার পূর্বাঞ্চলে প্রবেশ করতে পেরেছে।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি আইসিআরসির সিরিয়ার প্রতিনিধি দল বলেছে ৪৬ ট্রাকের কনভয়, ২৭ হাজার ৫০০ মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে সেখানে গেছে। জাতিসংঘের মানবিক কার্যালয় থেকে বলা হয় জীবন রক্ষাকারী অনেক চিকিৎসা সামগ্রী যেতে দেওয়া হয়নি।
প্রায় তিন সপ্তাহে সোমবার এই প্রথম মানবিক সাহায্য নিয়ে কনভয়কে ঘুতার পূর্বাঞ্চলে প্রবেশ করতে দেওয়া হয়।
ওদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রবিবার এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে পূর্ব ঘুতায় বিদ্রোহীদের বিরুদ্ধে তাঁর সামরিক বাহিনীর অভিযান অব্যাহত থাকবে যদিও আমেরিকান ও বৃটিশ নেতারা আসাদের সমালোচনা করেছেন যে তিনি মানবিক বিপর্যয় সৃষ্টি করছেন।