অ্যাকসেসিবিলিটি লিংক

সাংহাই ষ্টক এক্সচেঞ্জকে শেয়ার বিক্রির ধুম, আরেক দফা মূল্যপতন


বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির ধুম সাংহাই ষ্টক এক্সচেঞ্জকে বুধবার আরেক দফা মূল্যপতনের মুখে ফেলেছে।

ওদিকে চীনের ষ্টক মার্কেটে দরপতন ঘটলেও যুক্তরাষ্ট্রের ওয়াল ষ্ট্রিটে দরবৃদ্ধি ঘটেছে। ইউরোপের শেয়ারমার্কেট প্রথমদিকে দ্রুত পড়ে গেলেও পরে ইউরোপীয়ন কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহযোগিতার আশ্বাসের পর দরবৃদ্ধি ঘটে।

বুধবার সারাদিন দরের নানা ওঠানামার পর সাংহাই ষ্টক ইনডেক্স ১.৩ শতাংশে বন্ধ হয়। চীনের অর্থনীতির ধীরগতি এবং বিশেষ করে শেয়ার বাজারের মুল্যপতন এশিয়া ইউরোপ আমেরিকাসহ সারা বিশ্বের শেয়ার বাজারের ওপর প্রভাব ফেলেছে।

XS
SM
MD
LG