অ্যাকসেসিবিলিটি লিংক

শেয়ার বাজারের দরপতন ঘটেছে সারা বিশ্বে


শেয়ার বাজারের দরপতন ঘটেছে সারা বিশ্বে। জাপানের নিক্কিতে শেয়ারের দাম, ২০১৩ সালের পর থেকে মোট ৯১৮ পয়েন্ট অর্থাৎ ৫.৪০ শতাংশ পড়ে গেছে। বিনিয়োগকারীরা শেয়ার বাজারের প্রচলিত ষ্টক ছেড়ে সরকারী বন্ডএর ন্যায় নিরাপদ সম্পদ কিনছেন।

চীনের অর্থনীতির অগ্রগতি স্লথ হয়ে পড়েছে। অষ্ট্রেলিয়ার প্রধান শেয়ার বাজার S&P/ASX এ শেয়ারের প্রায় ৩ শতাংশ মূল্য-পতন ঘটেছে। লুনার নববর্ষ উপলক্ষ্যে সাংহাই, হংকং ও সিউল সহ এশিয়ার বহু শেয়ার বাজার মঙ্গলবার বন্ধ রয়েছে।

প্যারিস, ফ্রাংকফুর্ট, লন্ডনের শেয়ার বাজার সোমবার ৩ শতাংশ দরপতন ঘটে। নিউইয়র্কে NASDAQ এ শেয়ারের মূল্যপতন ঘটে ১.৬ শতাংশ, S&P তে ১.৪ শতাংশ এবং Dow দর হারায় ১.১ শতাংশ।

XS
SM
MD
LG