অ্যাকসেসিবিলিটি লিংক

গোর্খাল্যান্ড রাজ্য গঠনের দাবি নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলন অব্যাহত


আবারও গোর্খাল্যান্ড রাজ্য গঠনের ডাক দিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা যেন বাঘের পিঠে সওয়ারী হয়েছে। অতীতে শত বর্ষেরও বেশি পুরনো এই দাবি নিয়ে গোর্খা নেতারা বারংবার দার্জিলিং পাহাড়ের মানুষকে খেপিয়ে তুলে শেষ পর্যন্ত তার বদলে স্বায়ত্বশাসনের বেশি কিছু আদায় করতে পারেন নি। তবু মোর্চা ফের এই দাবি তুলে পাহাড়কে যে ভাবে খেপিয়ে তুলেছে, এখন আপসের আর পথ খুঁজে পাচ্ছে না মোর্চা। যে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের ওপর ভরসা রেখে মোর্চা এগোচ্ছিল, তার কিন্তু স্বতন্ত্র রাজ্যের কথা উড়িয়ে দিয়েছে। স্বশাসনের মাত্রা বাড়ানোর বেশি কিছু প্রতিশ্রুতি মেলেনি। গোটা পাহাড়ই গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে তেতে রয়েছে, পাহাড়ের অন্যান্য দলও পিছোনোর পথ পাচ্ছে না।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG