অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ গ্রামীন ব্যাঙ্ক নিয়ে পররাষ্ট্র দফতরের উদ্বেগ


গ্রামীন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ বিষয়ে সরকারী সিদ্ধান্তের প্রেক্ষিতে এক পক্ষ থেকে অনিয়মের যুক্তি উত্থাপিত হচ্ছে – অপর পক্ষে বলা হচ্ছে এতে করে ৮৩ লক্ষ বাংলাদেশি , যাঁর বেশির ভাগই মহিলা , তাঁদের আশা নির্ভর রয়েছে যে ব্যাঙ্কটির ওপর সেটি ধংস হয়ে যাবে । একই সঙ্গে গ্রামীন ব্যাঙ্কের সরকার নিয়োজিত চেয়ারম্যানকে যে নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগের নিয়ন্ত্রণ ভার অর্পন করা হয়েছে তাতে করে পরিস্থিতি কেমন দাঁড়াতে পারে বলে মনে হয় ।সরকার নিয়োজিত চেয়ারম্যানের ওপর গ্রামীন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর নির্ধারণের নিয়ন্ত্রণ অর্পন করা নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের উদ্বেগ বিষয়ে যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গতকাল রবিবার ওয়াশিংটনে , তারই ওপর আমরা কথা বলি গ্রামীন এ্যামেরিকার চীফ একযিকিউটিভ অফিসার মোহাম্মদ শাহনওয়ায এবং বিশ্ব ব্যাঙ্কের সাবেক অর্থনীতিবীদ ডক্টর হাসান ইমামের সঙ্গে । মোহাম্মদ শাহনওয়াযকে আমরা জিজ্ঞেস করি এ ব্যাপারে তাঁর অভিমত ।
বিষয়টি সম্পর্কে বিশ্ব ব্যাঙ্কের সাবেক অর্থনীতিবীদ হাসাম ইমামের মন্তব্য জানতে চাওয়া হয় ।

please wait
Embed

No media source currently available

0:00 0:05:47 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG