অ্যাকসেসিবিলিটি লিংক

৫৬তম গ্র্যামিতে চারটি পুরস্কার জিতলো ফরাসী সঙ্গীত জুটি ড্যাফট পাংক


৫৬তম গ্র্যামি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ্যালবাম ও রেকর্ড অব দি ইয়ারসহ চারটি পুরস্কার জিতলো ফরাসী সঙ্গীত জুটি ড্যাফট পাংক। রোববার রাতে লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হয় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রোবোট মুখোশ পরা এ জুটি তাদের ‘র‌্যান্ডম এ্যাক্সেস মেমোরিজ’ এ্যলবামটির জর‌্য এ্যালবাম অব দা ইয়ার পুরস্কার পান। রেকর্ড অব দা ইয়ার পুরস্কারটি অবশ্য তাদেরকে ভাগাভাগি করতে হয় প্রযোজক ফ্যারেল উইলিয়ামস ও নিল রজারসের সঙ্গে,তাদের ‘গেট লাক’গানের কারণে।

নিউজিল্যান্ডের ১৭ বছর বয়সী গায়ক লর্ডি তার গান ‘রয়্যালসের’ জন্য গানটির লেখার অংশীদার জোয়েল লিটলের সঙ্গে পান বছরের সেরা গান ও পপ একক গানের পুরস্কার।

র‌্যপার ম্যাকলেমোর এবং রায়ান লিউয়িস, বেস্ট নিউ আর্টিষ্ট ক্যাটগরিতে এবং তাদের ‘দা হেইস্ট’ ও ‘থ্রিফ্ট শপ’ গানের পরিবেশনার জন্য ‘আর এ্যান্ড বি’র গায়ক ওয়ানজের সঙ্গে বেস্ট নিউ আর্টিষ্ট পুরস্কার পান।

এতে সিয়াটল ভিত্তিক জুটি সমকামীঅধিকার নিয়ে গান ‘সেম লাভ’পরিবেশনার মধ্য দিয়ে অনেককেই আবেগাপ্লুত করেন এবং অনুষ্ঠানে ৩৩ জোড়া স্বাভাবিক ও সমকামী দম্পতি বিয়ে করার শপথ নেন।

কিংবদন্তীর ব্যান্ড বিটলসের জীবিত দুই সদস্য পল ম্যাককার্টনী এবং রিংগো ষ্টার অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
XS
SM
MD
LG