অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপ, গ্রীসের অর্থনৈতিক সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে


Greek PM Alexis Tsipras speaks with European Commission President Jean-Claude Juncker and French President Francois Hollande during a meeting of eurozone heads of state at the EU Council building in Brussels, July 12, 2015.
Greek PM Alexis Tsipras speaks with European Commission President Jean-Claude Juncker and French President Francois Hollande during a meeting of eurozone heads of state at the EU Council building in Brussels, July 12, 2015.

ইউরোপীয় আর্থনীতিক প্রধানরা এ বিষয়ে সন্ধিহান যে অ্যাথেন্স কর বৃদ্ধির ও ব্যয় হ্রাসের যে প্রতিশ্রুতি দিয়েছে তা পালন করতে পারবে কিনা। তারা রবিবার ঋণে জর্জরিত গ্রীসের সঙ্গে তাদের দেওয়া কৃচ্ছ্রসাধন পরিকল্পনার বিষয়ে একটা মতৈক্যে পৌছুতে চেষ্টা করছেন।

ইটালীর অর্থমন্ত্রী Pier Carlo Padoan ব্রাসেল্সে আলোচনায় বলেন প্রধান বাধা হচ্ছে আস্থার অভাব।

তিনি বলেন “আমি দেখতে চাই যে গ্রীস সরকার সংসদে আগামীকাল থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে সেই সব পরিকল্পনা বাস্তবায়নের জন্য যা গ্রীসের জন্য সবচাইতে আগে প্রয়োজন। এবং তারপর তারা আস্থা গড়ে তুলবে। এবং এভাবেই আলোচনায় অগ্রগতি সাধন হবে।”

ফিনল্যান্ডের অর্থমন্ত্রী Alexander Stubb বলেন গ্রীসের সঙ্গে একটা মতৈক্য অর্জন হওয়া অনেক সুদুর প্রসারী।

XS
SM
MD
LG