ইউরোপীয় অর্থমন্ত্রীরা বৃহস্পতিবার টেলিফোনে একসঙ্গে আলোচনা বৈঠকে বসবেন গ্রীক থোক ঋণ বিষয়ে কি কি বিকল্প আছে তা নিয়ে আলোচনার জন্য। তার আগে গ্রীক আইনপ্রণেতারা বহস্পতিবার সকালে কঠোর সংস্কারের প্রস্তাব অনুমোদন করে।
গ্রীসের ঋণদানকারীরা সংস্কারের বিষয়ে হ্যা সূচক ভোট দাবী করে। তার বিনিময়ে তারা আরও ঋণ পরিশোধের জন্য আরও অর্থ পাবে। অ্যাথেন্স ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংককে ৪৬০ কোটি ডলার পরিশোধ করার চুড়ান্ত সময় সমীার সম্মুখীন হবে সোমবার।
গ্রীসের ক্ষমতাসীণ সিরিজা পর্টি ২২৯ – ৬৪ ভোটে অপ্রিয় ওই সংস্কার বিল অনুমোদন করাতে পেরেছিলো। তারা ইউরোপীয় পন্থী বিরোধী পার্টিগুলোর সমর্থন পায়।