ম্যাসেডোনিয়া তাদের সীমান্ত অতিক্রমের অনুমতি না দেয়ায় হাজার হাজার অভিবাসী গ্রিসের আইডোমিনিতে আটকা পড়েছে।
জীবন জীবিকার তাড়নায় দেশ ছাড়া এসব মানুষের হতাশা পাহাড় সমান হলে, তারা কাঁটাতার ছিঁড়ে ফেলতে এবং গেটগুলো ভেঙ্গে ভেলতে শুরু করে। কিন্তু যখন গেইটটি পড়ে যায়, তখন ম্যাসেডোনিয়ার পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। অনেকে এর প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে মুখে সাদা অম্লনাশক পেস্ট মেখে নেন।
অভিবাসী প্রত্যাশীদের একজন বলছিলেন, “আমরা একটা যুদ্ধ থেকে আরেকটা যুদ্ধে এসেছি। অনেক শিশু আছে। গ্রীসকে ধন্যবাদ। তারা আমাদের সাহায্য করছে। কিন্তু এটা যথেষ্ট নয়। আমরা এখানে থাকতে চাই না।“
আরো এক অভিবাসী বলছিলেন, “এখানে কোন মানবাধিকার নেই। আমরা ইউরোপের সরকারগুলো, সব শরণার্থীকে ইউরোপে আশ্রয় দেবার অনুরোধ করছি।“
ম্যাসেডোনিয়া ঝালাই দিয়ে আবারো সীমান্ত লাগিয়ে দিয়েছে। দেশটি বলছে, প্রতিদিন ৫৮০ জন অভিবাসীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে।