অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসের শেযার বাজার খুলেছে, মূল্য প্রচন্ড হ্রাস পেয়েছে


FILE - A Greek flag flutters outside the Athens stock exchange, Greece.
FILE - A Greek flag flutters outside the Athens stock exchange, Greece.

৫ সপ্তাহ পর এই প্রথম সোমবার অ্যাথেন্স শেয়ার বাজার যখন খোলে, গ্রীক শেয়ার বাজারের মূল্য প্রচন্ড ভাবে পড়ে যায়। গোড়াতে লেনদেনের সময় ২৩ শতাংশ পড়ে যায় পরে অবশ্য তা কিছুটা বৃদ্ধি পায়।

কিন্তু দুপুরে শেয়ার বাজার প্রায় ১৬ শতাংশ হ্রাস পায়। ব্যাংকের শেয়ারের মূল্য বিপর্যস্ত। ওদিকে গ্রীক সরকার আন্তর্জাতিক ঋণদানকারীদের সঙ্গে নতুন বেইল আউটের জন্য দরকষাকষি করে চলেছে। গত ৫ বছরে এই তৃতীয় বার গ্রীসকে সেটা করতে হচ্ছে।

Guardian Trust এর আর্থনীতিক বিশ্লেষক Evangelos Sioutis বলেন সেখানে একটা আতঙ্ক বিরাজ করছে।

XS
SM
MD
LG