অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রিসের নির্বাচনে জয়ী হতে যাচ্ছে সিরিজা পার্টি


গ্রিসের সিরিজা পার্টি এবং তার নেতা অ্যালেক্সিস সিপরাস জাতীয় নির্বাচনে জয়ী হয়েছেন বলে মনে হচ্ছে। ওদিকে ইউরোপীয়রা অ্যাথেন্স যাতে তার ব্যয় হ্রাস করে সেজন্যে দাবী জানিয়ে আসছে।

রোববার রাতের প্রাথমিক ভোট গণনায় দেখা যাচ্ছে, সিরিজা পেয়েছে ৩৫ শতাংশ ভোট। ওদিকে বর্তমান প্রধানমন্ত্রী আন্তোনিস সামারাসের নেতৃত্বাধীন রক্ষণশীল নিউ ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ২৯শতাংশ ভোট। চূড়ান্ত ফলাফলে এই ব্যবধান আরো বাড়বে বলে কর্তৃপক্ষের তরফ থেকে ধারণা করা হচ্ছে।

যদি, এই ফলাফল চূড়ান্ত গণনায় প্রমাণিত হয়, তাহলে ৪০ বছর বয়স্ক সিপরাস হবেন গ্রিসের ১শ ৫০ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।

XS
SM
MD
LG