গ্রিসে লক ডাউন শিথিল করা হয়েছে কিছুদিন আগেই I পর্যটনের তীর্যভূমিতে আবারও
মাস্ক পরে ,সামাজিক দূরত্ব মেনেই ভীড় জমিয়েছেন পর্যটকেরা Iহোটেল, রেস্তোরা গুলিতে নজর পরে বহু দেশ থেকে আসা ভ্রমণ-পিপাসুদের I
হটাৎ করেই পরশ নামের একটি দ্বীপে ৩০ জনের অধিক গ্রিক যুবকদের রক্তে পসিটিভ ধরা পড়লে কর্তৃপক্ষ, সেখানে দ্রুততার সঙ্গে লক ডাউন ঘোষণা করেন I আতংকিত পর্যটকদের অন্যান্য দ্বীপে সরিয়ে নিতে শুরু করেন কর্তৃপক্ষ I
পর্যটনের মরশুমে তড়িঘড়ি করে নিষেধাজ্ঞা তুলে দেবার মাশুল দিতে হচ্ছে গ্রিক কর্তৃপক্ষকে I কারণ গ্রিসের অন্যত্রও সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে খবরে প্রকাশ, যা গ্রিস সরকারের জন্য এখন চরম উদ্বেগের বিষয় I