অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীস অভিবাসীদের তুরস্কে পাঠাচ্ছে


Migrants get on a ferry at the port of Mytilini in the Greek island of Lesbos, Monday, April 3, 2016.
Migrants get on a ferry at the port of Mytilini in the Greek island of Lesbos, Monday, April 3, 2016.

গ্রীস এবং ইউরোপীয় ইউনিয়ন, লেসবস এবং চীয়স দ্বীপগুলো থেকে অভিবাসীদের তুরস্কে পাঠিয়ে দিচ্ছে। ইইউ ও আঙ্কারার মধ্যে মার্চ মাসে যে বিতর্কিত চুক্তি হয়, তার অধীনে অভিবাসীদের পাঠানো হচ্ছে।

যদিও সহিংসতা হতে পারে বলে বলা হয়েছিলো, সোমবার সকালে যখন লেসবস থেকে প্রথম ফেরি রওনা হয তখন কোন অঘটন ঘটেনি। তবে বন্দরে অল্প সংখ্যক প্রতিবাদকারী সমবেত হয় ওই চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য।

কর্মকর্তারা সূর্যদয়ের আগে মোরিয়া শিবির থেকে বাস ভর্তী করে তাদের, দ্বীপের প্রধান শহর মাইটিলিনির বন্দের নিয়ে যায়। সেখানে তুর্কী ফেরিতে করে তারা তরস্কে যাত্রা করে।

গ্রীসের এক সরকারী কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে সোমবার তিনটি ফেরিতে ২০২জনকে পাঠানো হয়।

XS
SM
MD
LG