অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রিসের প্রধানমন্ত্রী দেখা করছেন জার্মানীর চ্যান্সেলর মার্কেলের সঙ্গে


গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপরাস
গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপরাস

ঋণগ্রস্ত গ্রিসের নেতা সোমবার অর্থনৈতিক ক্ষমতাধর জার্মানীর নেত্রীর সঙ্গে দেখা করছেন।

সোমবারের ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপরাস জার্মানীর চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলকে বৈঠকের আগে হুশিয়ার করে দিয়ে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সাহায্য ছাড়া তাঁর দেশ ঋণ পরিশোধ করতে পারবে না।

চ্যান্সেলর মার্কেল চান, গ্রিক প্রধানমন্ত্রী ব্যয় হ্রাস করুন এবং অর্থনৈতিক সংস্কার সাধন করুন যাতে দেশটিকে আরো আর্থিক সহযোগিতা দেয়া যেতে পারে। এই আর্থিক সহযোগিতার একটি বড় অংশের যোগানদার জার্মানী।

XS
SM
MD
LG